বিএলআরও অফিসের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে হামলার শিকার হলেন অফিসের এক অস্থায়ী কর্মী!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সদর বিএলআরও অফিসের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে হামলার শিকার হলেন অফিসের এক অস্থায়ী কর্মী। আহত কর্মীর নাম আসতু মল্লিক। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এক ব্যক্তি অফিসে ঢুকে হঠাৎই তাঁর উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা হকচকিয়ে যান।
হামলাকারী মুহূর্তের মধ্যে অফিস থেকে চম্পট দেয়।রক্তাক্ত অবস্থায় আসতু মল্লিককে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ না হলেও ভূমি রাজস্ব দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মেদিনীপুর কোতোয়ালি থানার সঙ্গে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই হামলার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের মধ্যে। উঠছে একাধিক প্রশ্ন, সিসিটিভি থাকা সত্ত্বেও হামলাকারীকে এখনও শনাক্ত করা গেল না কেন? অফিসের ভিতর এমন হামলা হলে কর্মীদের সুরক্ষা কোথায়? কী কারণে এই হামলা?ব্যক্তিগত আক্রোশ, নাকি অন্য কোনো উদ্দেশ্য?এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।