শুরু হলো মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসব!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে শুরু হলো মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসব। শীত পড়তেই বই মেলার আয়োজন মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসবের।এদিন সকালে বই মেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুরে বসে আঁকো প্রতিযোগিতায় বেশ কয়েকশো ছাত্রছাত্রী অংশ নেয়। বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বইমেলা কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ড: মুকুল রঞ্জন রায়।

উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সড়ঙ্গী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, সাহিত্যিক আরণ্যক বসু,মেদিনীপুর পুরসভার উপ পৌরপ্রধান মৌ রায়,মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার , রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় প্রাক্তন অধ্যক্ষ ড: জয়শ্রী লাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অধ্যাপিকা তনুশ্রী তুলশীয়ান,ঘাটাল কলেজ অধ্যক্ষ ড: মন্টু কুমার দাস, অধ্যাপিকা সাগরিকা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বইমেলা কমিটির সম্পাদক কুনাল ব্যানার্জী জানান মেলা চলবে ২৩ শে নভেম্বর পর্যন্ত। প্রতিদিন অনুভব পাল স্মৃতি মঞ্চে এবং শেষ দিন রাজীব খান স্মৃতি মঞ্চে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।ডিজিটাল মিডিয়া নয়, বরং বই পড়ে আনন্দ উপভোগ করুন এই বার্তা দিয়ে মেদিনীপুরের শুরু হতে চলেছে বইমেলা ও মৈত্রী উৎসব। মূলত এই বইমেলায় এবছর একাদশ তম বর্ষে পদার্পণ করলো।