মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মন্ত্রী মানস ভূঁঞার পথসভা!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে আবারও আর একটি পথসভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের পঞ্চুরচকে। মূলত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস ও শহর তৃণমূল যুব কংগ্রেস আয়োজনের ভূমিকা পালন করেছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁঞা, মহম্মদ রফিক, মুনমুন চৌধুরী, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, আবীর আগরওয়াল প্রমুখ।বিজেপি মানেই মিথ্যাচার আর তৃণমূল মানেই উন্নয়ন। এই দুইয়ের মধ্যে মানুষ উন্নয়নকে বেছে নিয়েছেন আর মিথ্যাচারকে প্রত্যাখ্যান করেছেন। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মঙ্গলবার সন্ধেয় মেদিনীপুরের পঞ্চর চকে এক নির্বাচনী সভায় এ কথা বলেন মন্ত্রী মানস ভূঁইয়া। ওই সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়ে মানস বলেন, 'দেশটাকে একমুখী নিয়ন্ত্রণ, একমুখী শাসনের দিকে নিয়ে যেতে চাইছে বিজেপি এবং তাদের মদতদাতা আরএসএস। ভারত হল বিবিধের মাঝে মিলন মহান। সকলের গণতান্ত্রিক অধিকার আছে। সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বিজেপির এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। কেন্দ্রের শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বিজেপির এই মিথ্যাচারের জবাব উন্নয়ন দিয়ে দিয়েছেন। বাংলার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। এখন এমন কোনও গ্রাম নেই, এমন কোনও পুরসভা নেই যেখানে উন্নয়ন পৌঁছোয়নি।' বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'আসুন উন্নয়ন নিয়ে আলোচনা হোক।