মেদিনীপুর জেল থেকে উদ্ধার হল বিচারাধীন বন্দীর ঝুলন্ত দেহ!

নিজস্ব সংবাদদাতা :মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল শুক্রবার। নিহতের নাম শেখ হোসেন আলী (২৫)। বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, হুসেনকে পূর্ব মেদিনীপুরে অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। অসুস্থতার কারণে বিচারাধীন বন্দীকে তমলুক থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছিল। শুক্রবার তার মৃতদেহ পাওয়া যায় পুলিশ সূত্রে, আধিকারিকরা মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল ফ্যাসিলিটিতে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না কারা কর্মকর্তারা। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।মৃতের কাকা নাসির মল্লিক বলেন, ‘‘হোসেন টিউশন পড়াত। এক ছাত্রীর সঙ্গে ওর প্রেম হয়ে যায়। পালিয়ে গিয়েছিল ওরা। মেয়ের পরিবার থেকে অপহরণের অভিযোগ করা হয়। সেই ঘটনায় কয়েক দিন আগে ওকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তমলুক থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় ওকে। কিন্তু সেটা আমরা বাড়ির লোকজন জানতাম না। তার পর আজ সকালে দেহ উদ্ধার! কোন মতেই এটা মেনে নেওয়া সম্ভব নয়।’’ তিনি জানান, মৃতের বাবা ভিন্‌দেশে কাজ করেন। বিষয়টি নিয়ে তাঁরা থানায় অভিযোগ জানাচ্ছেন। কলকাতা হাই কোর্টে মামলা করারও প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।