রক্তের শীতকালীন সংকট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর সিটি কলেজ!
নিজস্ব সংবাদদাতা : জরুরী ভিত্তিতে শীতকালীন রক্তের অভাব পূরণ করতে এগিয়ে এলো মেদিনীপুর সিটি কলেজে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে শুক্রবার কলেজ ক্যাম্পাসে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ।
ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন বিভাগের অধ্যাপক- অধ্যাপিকাদের ক্যাম্পে সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি দেখা যায়। এদিন শিবিরে উৎসবের মেজাজে রক্ত দেন ১৫০ ছাত্র-ছাত্রী। তার মধ্যে ছাত্র রক্তদাতা সংখ্যা ৮৭, আর ছাত্রী রক্তদাতার সংখ্যা ৬৩। শিবির পরিদর্শন করেন মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী, উপাধ্যক্ষ অধ্যাপক কুন্তল ঘোষ, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও ব্লাড ব্যাংক। শিবিরে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
জাতীয় সেবা প্রকল্প ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিল অধ্যাপক সমর দাস, অধ্যাপক রাকেশ জানা, অধ্যাপক শান্তনু কর মহাপাত্র, অধ্যাপক সোমনাথ রানা, অধ্যাপিকা অর্পিতা রাজ, অধ্যাপিকা শর্মিলা রায়, অধ্যাপিকা বিদীপ্তা রায়। জাতীয় সেবা প্রকল্পের পক্ষে অধ্যাপক সমর দাসের মতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে বর্তমানে শীতকালীন রক্তের অভাব পূরণ করতে আমরা বদ্ধপরিকর। মেদিনীপুর ব্লাড ব্যাংকের সঙ্গে সহযোগিতায় আমরা এই ক্যাম্প করতে প্রয়াসী হয়েছিলাম। বিভিন্ন সময়ে জেলার ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অভাবের ঘাটতি পূরণ করার জন্য আমাদের এই ধরনের ক্যাম্পের আয়োজন আমরা প্রায়শই করে থাকি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সেবা প্রকল্পের পক্ষে অধ্যাপক অভি কোলে।