মেদিনীপুর কলেজ (স্ব-শাসিত) থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ?
নিজস্ব সংবাদদাতা: পূর্ব ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সেরা কলেজগুলির মধ্যে একটি, মেদিনীপুর কলেজ (স্ব-শাসিত), মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে অনেক পরিপক্ক গাছ অবৈজ্ঞানিক ভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে, যার ফলে সামান্য বাতাস অথবা সামান্য বৃষ্টিপাতে এই গাছগুলি ভেঙ্গে পড়ে যাচ্ছে। জানা গেছে যে, অবৈধ্য ভাবে গাছ গুলি ছেঁটে ফেলার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয় না। একটি গাছ একটি প্রাণ, এই গাছ পালা যুগ যুগ ধরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে বিভিন্নভাবে।
বাসযোগ্য করে তুলেছে এই পৃথিবীকে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই যথেচ্ছ ভাবে এভাবে বৃক্ষ ছেদনের ফলে এই ঐতিহাসিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পড়ছে।বনদপ্তরের অনুমতি ছাড়াই সেই গাছগুলি ছেঁটে ফেলে। আর তা নিয়ে একাংশ প্রশ্ন তুলেছে মেদিনীপুর শহরবাসী ও কলেজ কর্তৃপক্ষরা। আশঙ্কা করছেন, এই ঘটনা হয়তো প্রথম নয়, আরও অনেক জায়গায় এরকম গোপনে গাছ কাটা বা ছাঁটা হচ্ছে যার কোনও খোঁজ প্রশাসনের কাছে নেই।