মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আশ্বাসে ও দুই ছাত্র শিবিরের মধ্যস্থতায় স্থায়ী-অস্থায়ী শিক্ষা কর্মীরা কিছু দিনের জন্য স্থগিত রাখল আন্দোলন!
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন : সরকার নির্ধারিত বোনাস সিস্টেম কে মান্যতা দেওয়া হলেও বাকি দাবি গুলির জন্য সময় চাওয়ায় আন্দোলনের তৃতীয় দিনে বেতন বৈষম্যের প্রতিবাদে মেদিনীপুর কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষা কর্মীরা কলেজ কর্তৃপক্ষকে চিন্তা ভাবনার সময় দিয়ে কিছু দিনের জন্য আন্দোলন স্থগিত রাখল। যা ছাত্র-ছাত্রীদের মধ্যস্থতায় কিছুটা সুলভ হল। মূলত বেতন সক্রান্ত ব্যাপার, শিক্ষা কর্মীদের সাথে বাজে ব্যবহার, লাঞ্ছনা ও ব্যঞ্চনার বিরুদ্ধে সরব হন কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মী বৃন্দ। তার মাঝে এক দুই বার ভারপ্রাপ্ত অধ্যাপকের সাথে কথা হলেও তিনি সম্পূর্ণ আশ্বাস দিতে পারেননি। আজ তৃতীয় দিনে পুজোর বোনাস সিস্টেমের দাবিকে মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ আর বাকি গুলির জন্য চেয়ে নেয় সময়। শিক্ষা কর্মীদের আন্দোলন কে সমর্থন জানাতে হাজির হন মেদিনীপুর কলেজের এস এফ আই ইউনিট ও উপস্থিত হন টিএমসিপি ইউনিট। যা সাম্প্রতিক কালে নজির স্থাপন করেছে। উভয় পক্ষই প্রায় একই দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন। তারাও দাবি জানায় দ্রুততার সাথে মানবিক দিক দিয়ে কলেজ কর্তৃপক্ষকে ব্যাপারটি দেখার। আর তাতেই কিছুটা সমস্যার সমাধান হয়। উপস্থিত শিক্ষা কর্মীদের কথায় ,"সরকার কতৃক নির্ধারিত বোনাস সিস্টেমকে মান্যতা দেওয়া হলেও, ফিক্সট স্যালারি সিস্টেম এছাড়াও অন্যান্য দাবী গুলি নিয়ে পরে আলোচনা করবে এই আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ। তাঁর কথা রেখেই কলেজ কর্তৃপক্ষকে সময় দিয়ে কিছুদিনের জন্য এই আন্দোলন স্থগিত রাখল মেদিনীপুর কলেজ স্থায়ী ও অস্থায়ী শিক্ষা কর্মী সংগঠন"।