পান্থপাদপের পুস্তক প্রদান কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আবারও আর্থিকভাবে কিছুটা পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে হলো পান্থপাদপ সোসাইটি। সামাজিক সংগঠন ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটির উদ্যোগে একদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। এদিন সকালে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় গণপতিনগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গামন্ডপে আয়োজিত এক ঘরোয়া কর্মসূচিতে একাদশ শ্রেণীর ৩১ জন জন ছাত্র ছাত্রীর হাতে পুস্তক তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিত শুরুর আগে শহীদ অনাথবন্ধু পাঁজা ও শহীদ মৃগেন্দ্রনাথ দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এদিনের কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত করতে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন গণপতি নগর দুর্গোৎসব সমিতির সদস্যবৃন্দ ও সৃজনী ও সোসাইটির সদস্য-সদস্যারা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপতি নগরে সর্বজনীন দুর্গোৎসব সমিতির কর্মকতা সুশান্ত মজুমদার,গণেশ তোষ, অতিক্রম চক্রবর্তী,বন্ধন ভট্টাচার্য,রবি দাস সহ অন্যান্যরা।সৃজনীর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক আশিষ মুনিয়ান সহ অন্যান্যরা। পান্থপাদপের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সম্পাদক সুব্রত দত্ত, সদস্য দেবব্রত দত্ত, সুদীপ কুমার খাঁড়া,সন্দীপ জানা,সরোজ মান্না,সন্দীপ পাল,দিব্যেন্দু সাহা,মলয় সমাজপতি,পার্থ দাস, তনুশ্রী বিশ্বাস, সুবর্ণ জানা, শর্মিষ্ঠা জানা প্রমুখ। এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশানি দত্ত।