মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা শিক্ষক-শিক্ষিকারা!

 নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী অনুরোধের পরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য-অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাঁদের ভবিষ্যৎ কী, সে সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা।  মঙ্গলবার মেদিনীপুর কলেজের কলেজিয়েট মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট পর্যন্ত যান চাকরিহারা শতাধিক শিক্ষক-শিক্ষিকা। মিছিল থেকে স্লোগান তোলা হয়, ‘সিভিক হতে চাই না।’তারপর ই বেলা সাড়ে ১২টা নাগাদ কালেক্টরেট থেকে মিছিল করে এই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা মেদিনীপুর শহরের ডিআই অফিসের মেন গেটে তালা ঝুলিয়ে দেন।