রবিবার আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫!
নিজস্ব সংবাদাতা : ৫ই জানুয়ারি রবিবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে বড় আকারের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ । এতদিন জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেনিং সেন্টারে এই ক্যারাটে শেখানো হত। এটি আয়োজন করেন শিহান রাসবিহারী পাল।মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত এই টুর্নামেন্টের উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়,গোবিন্দ হালদার,অনিমেষ দে,সৌমেন খান,সঞ্জীব তোরই,সায়েদ নাজিম হাবিব,সোমনাথ দাস,অনুপ কুমার ব্যানার্জী, মৃনাল কান্তি বারিক,নির্মাল্য চক্রবর্তী ইন্দ্রজিৎ পানিগ্রাহী,সুশান্ত পুট্যান্ড প্রমুখ। সাফল্য লাভ করেছে শুভজিৎ সিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে-ডো একাডেমির গোয়ালতোড় এবং চন্দ্রকোনা রোড শাখা কেন্দ্রের মোট ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। জিৎ রজক, অনিক সামন্ত, ভার্গভি পাল, রুদান্স পাল,অদ্রিত ঘোষ , যুবরাজ মাহাত সাব জুনিয়র বিভাগে গোল্ড পেয়েছে। এ ছাড়া ১২টি রূপো ও ১৮টি ব্রোঞ্জ পেয়েছে। প্রশিক্ষক শুভজিৎ চক্রবর্তী বলেন,এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। আমাদের অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা বাইরের দেশের প্লেয়ারদের হারিয়ে পুরস্কার জিতেছে। তাতে আমাদের দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল হয়েছে। সমাজের নজরে হয়তো আমরা গরীব। কিন্তু আমার ছাত্র, ছাত্রীদের সাফল্য এবার আমাদের নিয়ে ভাবতে বাধ্য করবে। প্রতিযোগীদের মধ্যে অনেকেই দুস্থ পরিবারের। যাবতীয় প্রতিবন্ধকতা জয় করে বিশ্বস্তরে সাফল্য পেলেন অ্যাকাডেমির ছাত্র, ছাত্রীরা।মোট ৩৬টি মেডেল পেয়েছেন বলে জানান । বর্তমানে ক্যারাটে আত্মরক্ষা সাথে সাথে আন্তর্জাতিক খেলা হয়ে উঠেছে তাই সকলের শেখা খুব প্রয়োজন বলে জানান।