মেদিনীপুরের গান্ধীঘাটে পুরসভার লাগানো বোর্ডে গান্ধী জীর মৃত্যুর জন্য দায়ী RSS লেখা অংশটি কালি দিয়ে মোছার চেষ্টার অভিযোগ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের গান্ধীঘাটে পুরসভার লাগানো বোর্ডে গান্ধী জীর মৃত্যুর জন্য দায়ী RSS লেখা অংশটি কালি দিয়ে মোছার চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যা নিয়ে আবার শুরু রাজনৈতিক বিতর্ক। গান্ধীঘাটে নিযুক্ত পুরসভার এক কর্মীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ তিনজন ব্যক্তি এসে হঠাৎই কালো কালি দিয়ে বোর্ডের লেখা মুছে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। প্রসঙ্গত, গান্ধীঘাটে পুরসভার লাগানো বোর্ডে গান্ধী জীকে হত্যার নেপথ্যে RSS কে দায়ী করে লেখা হয়েছে। "১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজীকে গুলি করে হত্যা করেছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। মৃত্যুর মুহুর্তে তাঁর মুখ থেকে উচ্চারিত হয় "হে রাম" পরবর্তী সময়ে গান্ধী জীর চিতাভষ্ম বিসর্জন দেওয়া হয় এই গান্ধী ঘাটে। সেই স্মৃতি বহন স্থানটি আজ গান্ধী ঘাট নামে পরিচিত।যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে বিজেপি তৃনমূলের কটাক্ষ পাল্টা কটাক্ষ। তারই মধ্যে এই ঘটনা বাড়ালো বিতর্কের মাত্রা।যদিও এই নিয়ে বিজেপির কোন প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।