'দ্রোণাচার্য' পুরস্কারে ভূষিত হলেন প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়!
নিজস্ব সংবাদদাতা : এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রদত্ত 'দ্রোণাচার্য' পুরস্কারে পুরস্কৃত হলেন মেদিনীপুর শহরে অবস্থিত অবিভক্ত মেদিনীপুর জেলায় নারী শিক্ষা প্রসারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়। প্রধান শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই 'দ্রোণাচার্য' পুরস্কার টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে।সম্প্রতি বিশিষ্ট জনেদের উপস্থিতিতে কলকাতার সল্টলেকে অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে স্বাতী বন্দ্যোপাধ্যায়ে হাতে এই পুরস্কার তুলে দেন টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর তথা উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, শিক্ষা অধিকর্তা চিণ্ময় সরকার, অভিনেতা আবীর চট্টোপাধ্যায় প্রমুখ। ছিলেন রাজ্যের আরো অন্যান্য বিদ্যলয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা গণ। উল্লেখ্য ২০১০ সালের এপ্রিল মাস থেকে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে আসীন রয়েছেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। এর আগে ১৯৯৪ সালের নভেম্বর মাস থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি অলিগঞ্জ ঋষি রাজনারায়ন বালিকা বিদ্যালয় ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।তাঁর আমলে তাঁর বিদ্যালয়ের পঠন,পাঠন ও ফলাফলে ধারাবাহিক উন্নতি হয়েছে। পাশাপাশি পরিকাঠামোরও মানোন্নয়ন হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীরা মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে ধারাবাহিক ভাবে নজরকাড়া ফল করে চলেছে।উচ্চ- মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যের প্রথম দশেও স্থান পেয়েছে বিদ্যালয়ের ছাত্রী।বিগত কয়েক বছরে মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকার প্রথম দশের খুব কাছাকাছি ফলফল করেছে কয়েকজন ছাত্রী। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,আই আই টি'র প্রবেশিকা সহ বিভিন্ন সর্রভারতীয় প্রবেশিকা পরীক্ষাতেও সফল হচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা।রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতায় রাজ্যে চ্যাম্পিয়ান হয়েছে এই বিদ্যালয়ের দুই ছাত্রী। এইসব দিকগুলো বিবেচনা করে টেকনোর পক্ষে এই পুরস্কার দেওয়া হয়েছে।প্রধান শিক্ষিকার এই পুরস্কার লাভে বিদ্যালয় জুড়ে খুশির হাওয়া। শ্রীমতী বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন তাঁর গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা।