IPL2024 FAN PARK:মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম আইপিএলের ফ্যান পার্ক!
নিজস্ব সংবাদদাতা : গত শনিবার ছিল আইপিএলে জোড়া ম্যাচ। কোভিডের কারণে শেষ ৩ বছর আইপিএলে ‘ফ্যান পার্ক’ বন্ধ ছিল । কিন্তু এ বার থেকে আবার শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থা মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে। এই প্রথমবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে গিয়ে দর্শকরা সেখানে গিয়ে একসঙ্গে বসে খেলা দেখলেন । তা ছাড়া বিনোদনের আরও নানা রকম ব্যবস্থা ছিল ফ্যান পার্কে। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে CAB (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। মাঠে না গিয়েও যাতে দর্শকরা মাঠের পরিবেশ কিছুটা উপভোগ করলেন সেই কারণেই এই বিশেষ বন্দোবস্ত। ২৩ মার্চ শনিবার এবং ২৪ মার্চ (রবিবার)-র যথাক্রমে ৪টি ম্যাচ সরাসরি বা লাইভ সম্প্রচার করা হবে অরবিন্দ স্টেডিয়ামের আইপিএল ফ্যান পার্ক থেকে। শনিবার -রাতে ইডেনে প্যাট কামিন্সের হায়দরাবাদকে হারিয়েছে অবশেষে কলকাতা এই ম্যাচে ৪ রানে জয়লাভ করে।এবারের আইপিএল টুর্নামেন্টে শুরুটা কলকাতা নাইট রাইডার্স বেশ ভালোই করল।মেদিনীপুর শহরবাসি আইপিএল ম্যাচ গুলো দারুন উপভোগ করেছেন।