মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা রাখী বন্ধনের দিনেও প্রতিবাদ মিছিল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাখী বন্ধনের দিনেও প্রতিবাদে সোচ্চার ডাক্তারি পড়ুয়ারা। আর.জি. করের কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় সারা দেশের চিকিৎসক সংগঠন থেকে সাধারন মানুষ। মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরাও খুনিদের শাস্তির দাবিতে অব্যাহত রেখেছে তাদের আন্দোলন। সোমবার রাখি পূর্ণিমার দিনেও প্রতিবাদে রাস্তায় নামলো জুনিয়র ডাক্তাররা। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে স্লোগান লেখার পাশাপাশি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে ন্যায়বিচারের স্বপক্ষে সাধারণ মানুষকে পাশে দাঁড়ানোর আবেদন জানালেন জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল করে মেদিনীপুর শহরের রিংরোডে সাধারণ মানুষের হাতে রাখি পরালেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদী কন্ঠে গাইলেন গান।