শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনে প্রতিবাদে শিক্ষকরা রাস্তা অবরোধ মেদিনীপুর খড়গপুর চৌরঙ্গীতে!
নিজস্ব সংবাদদাতা : বিধাননগরের বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে এই ঘটনায় একাধিক শিক্ষক গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে কারও পা ভেঙেছে, কারও মাথা ফেটেছে। এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও) সোমবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। এবার মেদিনীপুর-খড়গপুরের চৌরঙ্গীর মোড় অবরোধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করলেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা।
১৯শে মে সোমবার প্রায় ১০.৪০ মিনিট নাগাদ আন্দোলন চলতে থাকে। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ও ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারা অভিযোগ করেছে, রাজ্য সরকার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য দাবি উপেক্ষা করে জোর করে আন্দোলন দমন করছে। ধর্মঘটের পাশাপাশি, কলেজগুলোতে পিকেটিং-এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষক সমাজ, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।