মেদিনীপুর শহরের LIC মোড়ে অবস্থিত হজরত পীর পাহেল ওয়ান বাবার মাজার শরীফে ৮৩ তম বর্ষ ঊরুষ উৎসব পালন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের LIC মোড়ে অবস্থিত হজরত পীর পাহেল ওয়ান বাবার মাজার শরীফে রবিবার ৮৩ তম বর্ষ ঊরুষ উৎসব পালন করা হল। প্রতি বছরের মত এবছরও রবিবার ও সোমবার দুদিন ব্যাপী পালন করা হচ্ছে পীর পাহেল ওয়ান বাবার মাজারের ঊরুষ উৎসব।মাজার প্রাঙ্গণ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা মাজারে এসে ধুপ চাদর চাপিয়ে প্রার্থনা করে। একই সাথে মাজারের কোরআন পাঠ ও তেলাওয়াত করা হয়। রবিবার সন্ধ্যায় মাজার শরীফ প্রাঙ্গণে একটি জলসার আয়োজন করা হয়। যেখানে কলকাতার বিখ্যাত মাওলানা সাহেব উপস্থিত ছিলেন।পীর পাহেল ওয়ান বাবার মাজার শরীফ কমিটির উদ্যোগে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তার মধ্যে ৫ জন মহিলা।পীর পাহেল ওয়ান মাজার শরিফের খাদেমের ছেলে আজগর হোসেন বলেন প্রতিবছর মাঘ মাসে ২৬ ও ২৭ তারিখ এই ঊরুষ উৎসব পালন করা হয়। প্রথম দিন ঊরুষ পালন হয় দ্বিতীয় দিন কলকাতার বিখ্যাত কাওয়ালদের কে নিয়ে কাওয়ালী করা হয়। গত বছর মাজারের কাওয়ালী বন্ধ করে দুস্থ মানুষদের কে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছিল। তাই এবছর মাজার প্রাঙ্গনে রক্তের সংকট মেটাতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এই দিন স্বেচ্ছায় রক্তদানে উপস্থিত ছিলেন , খাদেম সেখ মাহাতাব হোসেন, সেখ আলতাফ, সেখ আজগর হোসেন, হায়দার হোসেন,আসপাক হোসেন, আনিস হোসেন, সেখ ওয়ারেশ আলি,জামাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।