এক মূক ও বধির ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল মেদিনীপুরের মা সারদা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হারিয়ে যাওয়া এক মুক বধির ব্যক্তিকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিলো মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ড এর মা সারদা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। জানা যায়, জামসেদপুরের বাসিন্দা ওই মুক ও বধির ব্যক্তি বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু ভুলবশত তিনি পূর্ব মেদিনীপুরের পরিবর্তে পশ্চিম মেদিনীপুরে চলে আসেন। বুধবার ওই ব্যক্তিকে জুগনিতলা এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় মা সারদা বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। এরপর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ ওই ব্যক্তির কাছ থেকে বাড়ির ফোন নং নিয়ে যোগাযোগ করেন। বৃহস্পতিবার বৃদ্ধাশ্রমে উপস্থিত হোন পরিবার পরিজনেরা। বৃহস্পতিবারই সমস্ত কিছু খতিয়ে দেখে ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।