ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজএসে পৌঁছালো মেডিকেল সার্ভিস সেন্টার ডক্টর!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বা প্রতিবাদকে সমর্থন জানিয়ে মেডিকেল কলেজে এসে পৌঁছালো মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম ও নার্সেস ইউনিটি এর সদস্যরা । যেভাবে ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার প্রতিবাদে সড়ক হয়েছেন সকলেই । নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদিকা ভাস্বতী মুখার্জি অভিযোগ করেন ঘটনার এক ইসু আর অন্য ইসু দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । যে ঘটনার জন্য রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত না করে ডাক্তারদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে । নার্সদেরকে নতুন করে সেবার শিক্ষা দেয়া হচ্ছে । এরই প্রতিবাদে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ডাক্তারদের সাথ দিতেই তাদের এই মেদিনীপুর আশা । সূত্রের খবর, যে ডাক্তারদের নাম স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সাসপেনশনের তালিকায় নাম রয়েছে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে CMOH এর মাধ্যমে। এরইমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ এসে গিয়েছেন সদ্য সদ্য দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার বিকালেই তাঁকে ট্রান্সফার অর্ডার দেয় রাজ্য সরকার।