মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রমরমিয়ে চলছে দালাল রাজ,কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে দুই যুবককে!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের রমরমার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে মেদিনীপুরের সরকারি মেডিকেল কলেজের ভিতরেই চিকিৎসার জন্য আসা রোগীদের বেসরকারি ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় টেস্ট করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এই দালাল চক্রের বিরুদ্ধে। শুক্রবার সূত্র মারফত খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে অপেক্ষা করছিল পুলিশ ও সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধি। আউটডোরে চিকিৎসকদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে আসা রোগীদের দুই যুবক রক্ত সহ বিভিন্ন পরীক্ষা সরকারি হাসপাতালে না করিয়ে, বাইরে বেসরকারি জায়গা থেকে করাতে প্ররোচনা দিচ্ছিল। তখনই পুলিশ ও সংবাদমাধ্যম তাদের ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ঐ দুই যুবক। তাদের ব্যাগ থেকে রক্ত নমুনা সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম মেলে। তারপরেই কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে দুই যুবককে।
শুধু দালাল চক্র নয়, রীতিমতো দালালদের রাজ চলছে বলে অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের। বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি ও নার্সিংহোমের এজেন্টরা হাসপাতাল চত্ত্বরে ওৎ পেতে থাকে। হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের তারা বোঝায়, সরকারি হাসপাতালের ল্যাবরেটরি ও সরঞ্জামের গুণমান খারাপ। তাদের বিভিন্ন ভাবে বুঝিয়ে অনেক বেশি খরচে বেসরকারি জায়গা থেকে পরীক্ষাগুলি করাতে প্ররোচিত করে তারা। এই বিষয়ে মাইকিং ও প্রচারের মাধ্যমে ইতিমধ্যেই রোগীদের সতর্ক করা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, বিভিন্ন জায়গায় নানান সংকট দেখা যায় সেই রকম এই ধরনের দালালচক্রের পাল্লায় পড়ে কি পরিস্থিতি হতে পারে সাধারণ দুঃস্থ দরিদ্র মানুষগুলির!