মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তাররা ইমারজেন্সি পরিষেবা দেওয়া বন্ধ করলেন!
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর থেকেই কর্মবিরতি চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ঘটনার জন্য প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তাররা ও চিকিৎসক সংগঠন ৷ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও তীব্রতর হয়ে উঠেছে আজ সোমবার থেকেই। মেদিনীপুর মেডিক্যাল কলেজে দুপুর ২ টো থেকে ইমারজেন্সি ও নন ইমারজেন্সি পরিষেবা দেওয়া বন্ধ করলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা মনে করেন ইমারজেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন ভাবুক, কীভাবে দেবে। কিন্তু কোনো জুনিয়র ডাক্তার তাতে অংশগ্রহণ করবেন না।
দাবি একটাই, যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। যতক্ষণ না তদন্ত সঠিক পথে এগোচ্ছে। যতক্ষণ না ন্যায়বিচার মিলছে। ততক্ষণ অবধি কোনও চিকিৎসা পরিষেবা দেবেন না ডাক্তাররা। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ মোসুমী নন্দী, সুপার জয়ন্ত রাউত সহ সিনিয়র চিকিৎসকেরা বৈঠক করেছেন। এমন পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন তাঁরা।