মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসকের দায়িত্ব গ্রহণের পরেই প্রথমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন।

এদিন দুপুর নাগাদ হাসপাতালে ক্যাথলের থেকে শুরু করে মাতৃমা বিভাগ, আই সি ইউ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরো উন্নত করা যায়, যে সমস্ত ঘাটতি রয়েছে সেগুলি কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্যই এই পরিদর্শন বলে জানিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।