সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি পরিবারের,মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হয় সদ্যজাতের!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মামনি রুইদাসের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়লো অপর প্রসূতি রেখা সাউয়ের সদ্যোজাত শিশুপুত্র! ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যজাতের! সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি পরিবারের। গত বুধবার অর্থাৎ ৮ ই জানুয়ারি রাতে সিজারিয়ান সেকশন হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৫ প্রসূতি। এরমধ্যে মারা যান মামনি রুইদাস। কলকাতায় চিকিৎসাধীন আরও তিন প্রসূতি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউ বিভাগে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আরেক প্রসূতি রেখা সাউ। তবে রেখা সুস্থ হলেও প্রথম দিন থেকেই ভেন্টিভলেশনে ছিলো তার সদ্যোজাত শিশু পুত্র। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সদ্যোজাত শিশুপুত্রের। পরিবারের অভিযোগ,সিজারিয়ান সেকশনের আগেই বিষ স্যালাইন দেওয়ায় দ্রুত অবস্থার অবনতি হয় রেখার। এরপর হাসপাতালের বাইরের থেকে তাকে স্যালাইন কিনেও আনতে হয়। আর এই বিষ স্যালাইনের জন্য এই মৃত্যু হয়েছে তার শিশু পুত্রের। উল্লেখ্য এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। তবে সিআইডি-তে ভরসা রাখতে পারছে না পরিবার। তাদের দাবি সিবিআই তদন্ত করা হোক গোটা ঘটনার সত্যতা সামনে আনার জন্য। পুরো ঘটনার সত্যি কি আদৌ সামনে আসবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।