মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন মুখ্য সচিব মনোজ পন্থ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: সাম্প্রতিক সময়ে বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্য সচিব মনোজ পন্থের। সোমবার বিকেল নাগাদ মেদিনীপুর সার্কিট হাউজে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মুখ্য সচিব। সাথে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবন, ক্যাথল্যাব ইউনিট, সিসিটিভি কন্ট্রোল রুম সহ একাধিক ইউনিট পরিদর্শন করেন মুখ্য সচিব। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ঘুরে দেখেন মুখ্য সচিব। হাসপাতালে সমস্ত বিষয় দেখে তিনি মেদিনীপুর সার্কিট হাউজে মুখ্য মন্ত্রীর কাছে মুখ্য সচিব মনোজ পন্থের একটি রিপোর্ট জমা দেবেন বলে খবর সূত্রের জানা যায়।