হাসপাতাল থেকে বার্তা মেদিনীপুরের অজিত মাইতির" দয়া করে আমাকে সন্দেশখালির অজিত মাইতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না"!
নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি গ্রেফতার হয়েছেন সোমবার। তার আগে রবিবার দিনভর পশ্চিম মেদিনীপুরের জেলা বিধায়ক অজিত মাইতি নিয়ে তোলপাড়া চলেছে। চরম বিব্রত মধ্যে মেদিনীপুরের অজিত মাইতি বলেন আমি অখন্ড পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি ছিলাম আর আমি একজন বিধায়ক... দয়া করে আমাকে সন্দেশখালির অজিত মাইতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না! ভিডিয়ো বার্তায় পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, “আমি গত ৮ দিন ধরে হাসপাতালে ভর্তি। এর মাঝখানে শুনলাম সন্দেশখালির কোনও একজন তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতিকে কেউ বা কারা তাড়া করেছিল, সেই খবর প্রচার করতে গিয়ে কেউ কেউ আমার ছবি তাঁর পাশে বসিয়ে দিয়েছে। প্রথমত, আমি সন্দেশখালি জীবনে দেখিনি, যাওয়া তো দূরের কথা! দ্বিতীয়ত, আমি কোনও অঞ্চল সভাপতি নই। আমি অখন্ড পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি ছিলাম। তৃতীয়ত আমি একজন বিধায়ক... দয়া করে আমাকে সন্দেশখালির অজিত মাইতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না!অজিত মাইতিকে অসুস্থতার খবর শুনে সোমবার হাসপাতালে দেখতে যান ঘাটালের সাংসদ দেব।