মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া নেতৃত্বে আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় মেদিনীপুর শহরের প্রতিবাদ মিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যের নারী সুরক্ষার জন্য পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাতে হবে নারী সুরক্ষার জন্য পরিকাঠামোগত পরিবর্তন এবং আরও কড়া আইন প্রণয়ন করার জন্য। নারী সুরক্ষায় অর্থ বরাদ্দ বাড়াতে হবে কেন্দ্রকে। পাশাপাশি প্রতিটি পরিবারের এবার ছেলে মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা নারী, মহিলাদের সম্মানের দৃষ্টিতে দেখেন। পরিবারের ঠাকুরদার ঠাকুমা ও বাবা আমাদেরকে ছেলেমেয়েদেরকে এমন শিক্ষা দিতে হবে‌। বিশেষ করে ছেলেদেরকে শিক্ষা দেন যেমন নিজের বাড়িতে মা বোন আছে তাদেরকে যেভাবে সম্মান করা হয় সেই রকমই বাইরের মহিলাদেরকে নিচের বোনের ও সম্মান দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে,। মহিলাদেরকে সম্মান না দিলে নতুন এমন আইন আনতে হবে কেন্দ্র সরকারকে। প্রয়োজনে ছেলেদের এবার ডানা ছাটতে হবে। কলকাতার আর জি কর মেডিক্যালের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সোমবার মেদিনীপুরে মোমবাতি মিছিলের শেষে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া। এদিন মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলাদের কে নিয়ে শহর জুড়ে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার নেতৃত্বে। যদিও এদিনের মিছিলে ছিলোনা কোন রাজনৈতিক ব্যানার, ফেস্টুন বা পতাকা।