মেদিনীপুর পৌরসভা এলাকায় মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলো দুই আদিবাসী মহিলা!!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী:এবার মেদিনীপুর পৌরসভা এলাকায় মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলো দুই আদিবাসী মহিলা। আহতদের ভর্তি করা হলো মেদিনীপুর মেডিক্যালে। গত কয়েকদিন ধরেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে শহর ও শহর লাগোয়া এলাকায়। বৃষ্টির ফলে মাটির বাড়ি গুলি আগে থেকেই বিপজ্জনক অবস্থায় ছিল।

জানা যায়, শুক্রবার রাত্রি নাগাদ মেদিনীপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের বেনেপুকুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। সেই সময় বাড়িতে উপস্থিত দুই আদিবাসী মহিলা বাড়ির দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা কাউন্সিলরের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিক্যালে। রাতে হাসপাতালে এসে খোঁজ খবর নেন পুরপ্রধান সৌমেন খান।পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, ওই এলাকায় যে সমস্ত বিপজ্জনক মাটির বাড়ি রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে বসবাসের উপযোগী বাড়ি তৈরী করে দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাঁদের পাশে সর্বত ভাবে আছে পৌরসভা।