রেলওয়ের কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বদলে যাবে মেদিনীপুর স্টেশন। আর চিনতে পারবেন না মেদিনীপুরের রেল স্টেশনকে। উন্নত পার্কিং এবং আধুনিক সুযোগ-সুবিধা এক মডেল স্টেশনে পরিণত হতে চলেছে মেদিনীপুর স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। মেদিনীপুর স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এবার সেই স্টেশনই সেজে উঠবে। স্টেশনে থাকছে ওয়াইফাই মাল্টি কমপ্লেক্স স্টেশনে বসার জায়গা আধুনিক, প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ উন্নত মানের করা হবে। মেদিনীপুর স্টেশন কে অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের কাজ আরম্ভ করতে গিয়ে স্টেশন সংলগ্ন এলাকা ভূইয়া পাড়াতে উচ্ছেতে নোটিশ দেওয়া হয় সাত দিনের মধ্যে জায়গা ছেড়ে চলে যেতে হবে, না হলে রেলের পক্ষ থেকে ভেঙে ফেলে দেওয়া হবে।
আর এই নোটিশের পরেই বিপাকে শতাধিক পরিবার। এই পরিবার গুলোকে রেল পুনর্বাসনের ব্যবস্থা না করে, যেন না ভাঙ্গে , রেলের উন্নয়ন হোক তবে উচ্ছেদ না করে। এমনই একটি ডেপুটেশন জমা দিলেন রেলের আধিকারিককে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান। স্থানীয় বাসিন্দা পাপিয়া পরর্মল জানাই প্রায় ৩৫ বছর এই জায়গায় আছি, মেয়েকে ছোট থেকে মানুষ করে বিয়ে দিয়ে দিছি। এখন বর্তমানে স্বামী-স্ত্রী, আর এই ঘর ছেড়ে দেবার নোটিশ পেয়ে চোখের কান্না আর থামেনা তার স্বপ্নের এই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে দেবে রেল। কোথায় থাকবে কি করবে সে এখন দিশাহারা। যতটুকু বাড়ির আসবার পত্র আছে সেইগুলোকে সরিয়ে নিচ্ছে তবে কান্না থামেনি চোখের ওই স্বপ্ন বাড়ি ভেঙে যাচ্ছে বলে।