মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে পাঁচ জনকে শো-কজ করল মেদিনীপুর পৌরসভা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠে আছে । সেই অভিযোগে খবর সম্প্রচার হয় ।তার জেরে পৌরসভার স্বাস্থ্য বিভাগের পাঁচ জনকে শো-কজ করল মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিল মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত।এই বিষয় নিয়ে তখন মেদনীপুর পৌরসভার পৌরপ্রধান জানিয়েছিলেন অবশ্যই এটা একটা ভুল । এরপরই পৌরসভার তরফে তিন জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠণ করা হয়। সেই তদন্ত কমিটি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা পাঁচ জনকে শো-কজ করেন। আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্য দফতরের ওই পাঁচ জনকে উত্তর দিতে বলা হয়েছে, নতুবা তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান ।