মৌপাল দেশপ্রাণ বীদ্যাপীঠে যোগ দিবস পালন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো শুক্রবার। যোগ দিবস উপলক্ষে প্রকৃতিকে রক্ষা করতে যোগ অভ্যাস এবং যোগ চর্চার পাশাপাশি চারা গাছে জল সিঞ্চন করা হয় ও প্রতীকী চারা গাছ রোপন করা হয়। বিদ্যাপীঠের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিভাগের সহযোগিতায় এই দিনটি পালিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বজরংলাল আগরওয়াল, সমাজকর্মী এবং জাতীয় ওয়েটলিফটার রীনা মহাপাত্র, সমাজকর্মী মৌসুমী ভট্টাচার্য। বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক দেবব্রত সাঁতরা শিক্ষার্থীদের যোগ অভ্যাস করান এবং বিভিন্ন যোগ ব্যায়ামের উপকারিতা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের চন্দনের তিলক দিয়ে এবং রাখি পরিয়ে বরণ করা হয়।গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে বজরংলালবাবু বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য দশটি সিলিং ফ্যান তুলে দেন। জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত শিক্ষক তারকনাথ দাস জানান, 'এই বছরের থিম সমাজের জন্য যোগ ব্যায়াম এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের যোগ অভ্যাসের মাধ্যমে সুস্থ এবং আদর্শ নাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য"।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ শিক্ষক সমীর কুমার বিষয়ী এবং সহ শিক্ষক সোমনাথ দেব।