মেদিনীপুর শহরের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২১শে জানুয়ারী বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে পরিচিত অবসর ক্লাবের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এবছর অবসর ক্লাবের সরস্বতী পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। চলতি বছরের পুজোর ভাবনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার মর্যাদা ও বইয়ের গুরুত্বকে।

এবছরের থিম— “বই আমাদের অহংকার, শিক্ষা হোক পুরস্কার”। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া বলেন, মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো তার অভিনব ব্যঙ্গচিত্র ও রাজনৈতিক কার্টুনের জন্য সুপরিচিত।

কলেজ স্কোয়ারে পরিচিত অবসর ক্লাব

সমাজ ও রাজনীতির নানা দিককে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা এই কার্টুন ও চিত্রশিল্পই এই পুজোর অন্যতম আকর্ষণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই ব্যতিক্রমী শিল্পকর্ম দেখার জন্য।

কলেজ স্কোয়ারে পরিচিত অবসর ক্লাব

তিনি সকলের কাছে আবেদন জানান, এই ব্যঙ্গচিত্রগুলিকে সম্মান করতে ও সংরক্ষণ করতে, কারণ এই শিল্পভাবনাই কলেজ স্কোয়ারের সরস্বতী পুজোকে অন্য মাত্রা দেয়।

মেদিনীপুর কলেজ স্কোয়ারের সম্প্রীতি ক্লাব

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি,মেদিনীপুর পৌরসভার পুরপিতা সৌমেন খান মেদিনীপুর পৌরসভার সিআইসি সৌরভ বসু, সিআইসি সুসময় মুখার্জী, ভারত সেবাশ্রম মিল্লান্দ মহারাজ,আশিস চক্রবর্তী, প্রদ্যুৎ ঘোষ, বুদ্ধ মহাপাত্র, সমাজসেবী আবির আগারওয়াল,জয়ন্ত মাইতি সহ অবসর ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মেদিনীপুর বিবিগঞ্জ ক্লাব এ টি ক্লাব

২১শে জানুয়ারী বুধবার সন্ধ্যায় মেদিনীপুর বিবিগঞ্জ ক্লাব এ টি ও মেদিনীপুর কলেজ স্কোয়ারের সম্প্রীতি ক্লাবের আয়োজিত বাগদেবী শ্রী শ্রী সরস্বতী পূজার উদ্বোধন অনুষ্ঠিত হল।

মেদিনীপুর কলেজ স্কোয়ারের সম্প্রীতি ক্লাব
মেদিনীপুর বিবিগঞ্জ ক্লাব এ টি ক্লাব