মেদিনীপুর স্ক্যান সেন্টার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রক্তের চাহিদা কখনওই কমে না। বরং দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল ক্রমশ বাড়ছে। জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম হলেও, অনেক সময় রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাঙ্কে এসে খালি হাতে ফিরে যেতে হয়—কারণ চাহিদা অনুযায়ী রক্ত মজুত থাকে না। এই সংকট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।
সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এল মেদিনীপুর শহরের পরিচিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ রক্ত পরীক্ষা ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য আসেন, সেই প্রতিষ্ঠানই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের সংকট মেটাতে আয়োজন করল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির।শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন স্বেচ্ছায় স্ক্যান সেন্টারের স্টাফ থেকে কর্মীরা।
প্রায় ১০০ জন রক্তদাতা এই মহতী উদ্যোগে রক্তদান করেন। উদ্যোক্তাদের আশা, এই রক্তদান শিবিরের মাধ্যমে বহু মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষা সম্ভব হবে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের বার্তা আরও ছড়িয়ে পড়বে।