মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের গুণীজন সম্বর্ধনা এবং ছাত্রছাত্রীদের পুস্তক দান!
নিজস্ব সংবাদদাতা: ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ এবং গুণীজন সম্বর্ধনা। উদ্যোক্তা ছিল মেদিনীপুরের প্রবীণদের সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম সংস্থা। ফোরামের বিংশতিতম বর্ষ উপলক্ষ্যে বর্ষ-ব্যাপী সমাজকল্যাণমূলক কর্মসূচীর যে আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান ।প্রসঙ্গত উল্লেখ্য যে এই সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম ২০০৫ সালে গঠিত হয়ে কর্মযোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শে পথচলা শুরু। বিগত কুড়ি বছর ধরে ফোরামের সদস্যরা পুস্তকদান, বস্ত্র দান, দরিদ্র রোগীদের অর্থ সাহায্য, রক্তদান শিবির প্রভৃতি সমাজসেবামূলক কাজ করে চলেছেন। আজকের এই অনুষ্ঠানে একশ আশি জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক সহ, পাঠ্য সামগ্রী প্রদান করা হয় এবং মেদিনীপুরের একুশজন বিশিষ্ট গুণীজনকে সম্মান জানানো হয়। শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দজী মহারাজ,অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, মেদিনীপুর,অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম মেদিনীপুর শাখার প্রেসিডেন্ট মিলনানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি মদনমোহন মাইতি, প্রসেনজিৎ সাহা, মেদিনীপুর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, শিক্ষাবিদ বিবেকানন্দ চক্রবর্তী, অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ প্রমুখ। ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি সত্যব্রত রায়, সম্পাদক নিত্যানন্দ পান্ডা, সহ সভাপতি অশোক চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রাতরাশ ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। পুস্তক পেয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাদের খুশির কথা ব্যক্ত করেন। বিভিন্ন বক্তা ফোরামের এই সেবামূলক অনুষ্ঠানের জন্য আন্তরিক অভিনন্দন জানান।