মেদিনীপুর শহরে রেলওয়ের জায়গায় বসবাসকারী ৫০০ পরিবারে নোটিশ দেওয়া হয়েছে!


নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকাল থেকে এই নোটিশ ঘিরে তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরে রেল স্টেশন সংলগ্ন ভূঁইয়া পাড়া ও বিভিন্ন এলাকায়। রেলওয়ের জায়গায় বসবাসকারী ৫০০ পরিবারে নোটিশ দেওয়া হয়েছে। উচ্ছেদের আশঙ্কায় মাথায় হাত মানুষের। ৭ দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। সেখানে দীর্ঘ সময় ধরে বসবাস করে একাধিক পরিবার। ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যের মানুষজন। এদের অধিকাংশই দিনমজুর। নোটিশের পরই শাসক দলের দ্বারস্থ হয়েছেন বস্তিবাসী। নোটিশের পর পরিবার নিয়ে কোথায় যাবেন তা নিয়ে ঘুম উড়েছে তাদের। তাদের দাবি, বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার। রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় যারা বসবাস করছেন কেউ ত্রিশ, চল্লিশ বছর ধরে রয়েছেন। এখন তাদের উচ্ছেদ করলে, তাঁরা কোথায় যাবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যে আছে মেদিনীপুর স্টেশন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যাত্রীদের জন্য উন্নত এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা।

রেলওয়ের পক্ষ থেকে নোটিশ