মেদিনীপুর স্টেশনে চলন্ত ট্রেনে পড়ে যাওয়া যাত্রীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করল রেল RPF!
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট নাগাদ ১ নম্বর প্লাটফর্ম থেকে মেদিনীপুর -হাওড়া গামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। লোকাল ট্রেনটি তখন চলতে শুরু করে দিয়েছিল। তাতেই কোনওরকমে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময় পা পিছলে ট্রেনের তলায় পড়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে ছুটে এলেন কর্তব্যরত রেলওয়ে কনস্টেবলরা। কোনওরকমে তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন। প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি। মানবিক আরপিএফের কনস্টেবল। আর তার জেরেই প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন তিনি। আর তখনই হাত ফসকে পড়ে যান ওই যাত্রী। তাঁর নিজেরও মনে হয়েছিল জীবনটা শেষ। ওই ব্যক্তি ট্রেনে উঠে আরপিএফ কনস্টেবলকে করজোড়ে নমস্কার জানান। আর চিৎকার করে ধন্যবাদও জানিয়েছেন।