ইংলিশ চ্যানেল অতিক্রম করার লক্ষ্য নিয়ে ইউরোপ যাচ্ছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি......নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে!
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি আগামী ৯ ই জুলাই ২০২৫ ইউরোপে পাড়ি দিচ্ছেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্যে। আগষ্টের প্রথম সপ্তাহে আফরিনের চ্যানেল অতিক্রম করার কথা। এই প্রথম মেদিনীপুর সুইমিং ক্লাব তথা অবিভক্ত মেদিনীপুরের কোনো সাঁতারু এই দূর্গম জলপথ অতিক্রম করার সিদ্ধান্ত গ্ৰহণ করেছেন। তার এই সাহসিকতাকে কূর্ণিশ জানাতে সম্প্রতি মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ ক্লাব প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি আশীষ চক্রবর্ত্তী, সহ-সভাপতি দ্বয় প্রসেনজিৎ সাহা ও অরিন্দম দাস, সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জী, সহ সম্পাদক দীপ শেখর কর,আফরিনের তিন কোচ বাবুন নাথ, প্রদীপ বেরা, শান্তনু ঘোষ সহ ক্লাবের অন্যান্য সাঁতারু এবং কার্যকরী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আফরিনের বাবা,মা ও অন্যান্য আত্মীয় স্বজনগণ। উপস্থিত ছিলেন আফরিনের সাঁতার প্রশিক্ষক বৃন্দ। উপস্থিত সকলে আফরিনের সাফল্য কামনা করেন। উল্লেখ্য বৃহস্পতিবার সারাদিন রাত মিলিয়ে সুইমিং ক্লাবের সুইমিং পুলে টানা ১৬ ঘন্টা সাঁতার অভ্যাস করেছেন আফেরিন জাবি। গভীর রাত পর্যন্ত তাঁকে সাঁতারে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা এবং পুলে সাঁতার শিখতে আসা সাঁতারুদের অভিভাবকদের একটা বড় অংশ।