শারদীয়ার প্রাক্কালে মেদিনীপুর সাংগঠনিক জেলা TMCP উদ্যোগে দুঃস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণ কর্মসূচী!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা। এ জন্যই তিনি সকলের মা দুর্গা। প্রতিবছর শরৎকালে হিমালয়ের কৈলাশ ছেড়ে দুর্গা দেবী মর্ত্যে আসেন। ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন। দূর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। পূজো মানেই মধ্যে নতুন কাপড় পড়া, খাওয়া দাওয়া,পরিবার,বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ধুম। কিন্তু এখনো অনেক দুঃস্থ পরিবার রয়েছেন যাদের পক্ষে অর্থের অভাবে পুজোর নতুন কাপড় কেনা সম্ভব হয়ে উঠেনা। আর সেইসব দুঃস্থ মানুষের পাশেই প্রতিবছর দাঁড়ান মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এবারও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মেদিনীপুর শহরের শেখপুরা গীর্জামাঠ সংলগ্ন স্থানে শারদীয়ার প্রাক্কালে গরীব ও দুঃস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হল। প্রায় ৮০ জন স্থানীয় ছোট ছোট সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয়। পুজোর উপহার স্বরূপ নতুন কাপড় পেয়ে খুশি ছোট ছোট শিশুরা। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ থেকে শুরু করে শহরের ছাত্র নেতৃত্ব বিপুল ব্যানার্জি সহ ছাত্রের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য-সদস্যারা। শহর ছাত্র নেতৃত্ব বিপুল ব্যানার্জি বলেন,'সকলকেই জানাই শারদীয়ার প্রীতি-শুভেচ্ছা ও বড়দের প্রণাম তারই সাথে সাথে দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি,অভিষেক ব্যানার্জি উনাদের অনুপ্রেরণায় ও মেদিনীপুর লোকসভার সাংসদ জুন দি আমাদের সর্বত্র শেখায় সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে,পাশে থাকতে উনাদের কে পাথেয় করে আমরা প্রতি বছরই নিজেদের সামর্থ্য অনুযায়ী দুঃস্থ বাচ্ছাদের পাশে থাকি'। তারই সাথে ধন্যবাদ জ্ঞাপন করে ছাত্রের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে।