আসছে সরস্বতী পুজো ২০২৬: মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায় অবসর ক্লাব!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয়। কারণ এই দিন থেকেই ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। মনে করা হয়, এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে শহরবাসী। সরস্বতী পুজো উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের পরিচিত অবসর ক্লাব। ঠাকুর মশায়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করা হয়। এবছর অবসর ক্লাবের সরস্বতী পুজো ২৬ তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম— বই আমাদের অহংকার শিক্ষা হোক পুরস্কার প্রায় ৯ লক্ষ টাকা বাজেটে এই পুজোর আয়োজন করা হচ্ছে।
ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি জানান, আগামী ২১ জানুয়ারি বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পুজো শেষে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে অন্নভোগ বিতরণ করা হবে। তিন দিনব্যাপী চলবে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা আয়োজন।মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো প্রতিবছরই দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। পুজোকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়, তা চোখে পড়ার মতো। তাই চলতি বছরও শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কলেজ স্কোয়ারের এই ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর জন্য।