মেদিনীপুর শহরে প্রকাশ্য দিবালোকে সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বনাম সিপিএম হিংস্র আক্রমণ!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ২৫-শে ফেব্রুয়ারী মেদিনীপুর শহরে গোলকুয়া চক সামনে প্রকাশ্য মেদিনীপুর পিপলস কো অপারেটিভ সমবায় ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনে মনোনয়ন আটকাতে বামপন্থীদের উপর হামলা। রক্তাক্ত হলেন অনেকেই। ৫১ জন প্রার্থীকেই আক্রমণ করা হয়েছে।প্রায় ১১ বছর পরে হতে চলেছে নির্বাচন। ২০১৫ সালে হয়েছিল মেদিনীপুর কো-অপারেটিভ পিপলস ব্যাংকের নির্বাচন। মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন মেদিনীপুর শহরের এই সমবায় ব্যাংক নির্বাচন বন্ধ রাখা হয়। আগামী মাসে নির্বাচন হওয়ার কথা। সোমবার ও মঙ্গলবার মনোনয়ন পত্র তোলার তারিখ ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র তুলতে যাওয়ার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা রাস্তা আটকে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ এনেছেন সিপিএম কর্মী সমর্থকেরা। সিপিএম কর্মী সমর্থকেরা অভিযোগ করেন মেদিনীপুর শহরে প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসনের সামনেই সামান্য একটি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মনোনয়নপত্র দিতে দিলো না।