মেদিনীপুর শহরে পিড়াকাটায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা-তে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সভার আগে এলাকাজুড়ে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বামেরা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নানা কৌশল নিচ্ছে,গান্ধীজী, বিবেকানন্দ থেকে শ্যামাপ্রসাদ—সবাইকে পুজো করতে হচ্ছে বামেদের। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে বামেদের বর্তমান অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।এস আই আর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই নাম শুনলেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে।

যে কেউ মারা গেলেই তাকে এস আই আর-এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। কোনও প্রমাণ ছাড়াই ভুয়ো ইস্যু তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ ইতিমধ্যেই এস আই আর ফর্ম পূরণ করেছে। রাজ্য সরকারের কর্মচারীদের ভয় দেখিয়ে বিভ্রান্তিকর চিঠি পাঠিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।রাজ্যের শ্রম আইন নিয়েও কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে শ্রম মন্ত্রী থাকলেও কার্যত কোনও শ্রম আইন নেই। তৃণমূল যা বলবে সেটাই আইন। নাজিরাবাদের অগ্নিকাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়। এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন রাজ্যপালও। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী ও বিধায়ক—সবাই যুক্ত থাকার কারণেই বারবার এমন ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন। অগ্নিকাণ্ডের ১০০ ঘণ্টা পেরিয়ে গেলেও বহু মৃতদেহ উদ্ধার না হওয়ায় প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। কতজন মারা গিয়েছে বা পুড়ে গেছে তার কোনও নির্দিষ্ট হিসাব নেই বলে অভিযোগ করেন। কিছু ছাই নিয়ে আই ওয়াশ করা হচ্ছে, কিন্তু গরিব মানুষের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপির মূল অস্ত্র হবে শিল্প। তিনি বলেন, পাশের রাজ্য উড়িষ্যায় নতুন নতুন শিল্প গড়ে উঠছে। অথচ পশ্চিমবঙ্গে পরিকাঠামো থাকা সত্ত্বেও শিল্প আসছে না,কারণ মানুষ এই সরকারকে বিশ্বাস করে না। শিলিগুড়িতে এক BLO মৃত্যুর ঘটনার বিষয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ বলেন,কেউ মারা গেলেই তাকে এস আই আর-এর সঙ্গে জুড়ে দেওয়া হাস্যকর।মহম্মদ সেলিম ও হুমায়ুন কবিরের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন এলেই এই ধরনের রাজনৈতিক জোট দেখা যায়। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতাদের তৈরি করা অব্যবস্থার কারণেই নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিয়ে কাজ করতে হচ্ছে।