পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকার জেরে মেদিনীপুর শহরে টোটোর দাপট বেড়েছে!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকার জেরে মেদিনীপুরে টোটোর দাপট বেড়েই চলেছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই শহরের রাস্তায় একের পর এক নতুন টোটো নামতে শুরু করেছে। ফলে প্রতিদিনই বাড়ছে যানজটের সমস্যা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যালে, মোড়ে মোড়ে টোটোর লম্বা জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। স্কুলে যাওয়া পড়ুয়া থেকে অসুস্থ রোগী—প্রত্যেককেই আটকে পড়তে হচ্ছে এই টোটো জন্য। শহরবাসীর অভিযোগ, টোটো নিয়ন্ত্রণের বদলে নতুন নিয়মই উল্টে টোটোর সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে।স্থানীয় মানুষের পাশাপাশি শহরের বাইরে থেকেও বহু টোটো প্রতিদিন মেদিনীপুরে ঢুকে পরিষেবা দিচ্ছে।
ফলে রোজগারের সুযোগ বাড়লেও শহরের রাস্তায় চাপ বাড়ছে বহু গুণে।টোটো চলাচলে কড়া নিয়ন্ত্রণ, নির্দিষ্ট রুট তৈরি, বাইরে থেকে আসা টোটো বন্ধ—এগুলোর ব্যবস্থা না হলে মেদিনীপুরের ট্রাফিক আগামী দিনে সম্পূর্ণ ভেঙে পড়বে। টোটো বৃদ্ধির বিষয়টি স্বীকারও করেছেন তৃণমূল নেতা বুদ্ধ মহাপাত্র। তিনি জানিয়েছেন, নতুন নির্দেশিকার পর টোটোর সংখ্যা যে হারে বেড়েছে, তা শহরের ট্রাফিক ব্যবস্থায় চাপ বাড়াচ্ছে বলেই মনে করছেন অনেকেই।