মেদিনীপুর শহরের মুসলিম কুঠির সামনে মারাত্মক পথ দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের মুসলিম কুঠির চকে মঙ্গলবার দুপুরে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা এফ সি আই-এর একটি লরি রাস্তা পার হওয়া এক মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যেই তিনি লরির নিচে পড়ে মহিলা রক্তাক্ত অবস্থা । ঘটনার পরই লরির চালক ও খালাসি ঘাতক লরিটি কে ছেড়ে চম্পট দেয়। আশে পাশের মানুষ ছুটে আসে। কয়েক মিনিটের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে।

গুরুতর জখম মহিলাকে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তার দু’পাশে ফুটপাত দখল, অবৈধ দোকানপাট, বেআইনি পার্কিং ও বেপরোয়া যান চলাচলের ফলে এই রাস্তায় প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন এই পথে হাজারো মানুষের যাতায়াত। ফুটপাত দখলমুক্ত করা বা ট্রাফিক নিয়ন্ত্রণে কোনও স্থায়ী ব্যবস্থা নেই। আর কত প্রাণ গেলে প্রশাসন নড়েচড়ে বসবে? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার কর্তারা।