মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মন্দিরের পাশের একটি ফাঁকা জায়গায় থাকা বাঁশঝাড়ে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

আগুনের তীব্রতা দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকল বিভাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।