মেদিনীপুরের বার্জ টাউন মাঠে শুরু হলো খাদি মেলা!

পশ্চিম মেদিনীপুর  নিজস্ব সংবাদাতা : সোমবার ৬ই জানুয়ারী মেদিনীপুরের বার্জ টাউন মাঠে শুরু হলো খাদি মেলা। রাজ্যের ১৫টি জেলা থেকে এবং বাইরের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদি কাপড়ের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা। বিশেষত গ্ৰামীন কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং গ্ৰামীন অর্থ নীতিকে উন্নত করতে এই পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদি বোর্ড ও জেলা প্রশাসন। এই মেলার উদ্বোধন করলেন রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান বিধায়ক কল্লোল খাঁ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, বিধায়ক সুজয় হাজরা, অজিত মাইতি, মমতা ভু্ঁইঞা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলা শাসক সুমন মাহান্তি,মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।