মেদিনীপুর শহর লাগোয়া কেরানীচটি এলাকায় মেস থেকে M.A শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহর লাগোয়া কেরানীচটি এলাকায় মেস থেকে M.A শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ।মৃত ছাত্রীর নাম স্নেহা আদক। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত বারহাট গ্রামে। স্নেহা এম এ প্রথম বর্ষের ভূগোলের ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহর লাগোয়া ভাদুতলা এলাকায় মেদিনীপুর সিটি কলেজের এম এ প্রথম বর্ষের শিক্ষার্থীর ছিল স্নেহা। ওই ছাত্রী কেরানিচটি এলাকায় মেসে থেকে পড়াশোনা করত। শুক্রবার রাতে ওই ছাত্রীর পরিবার থেকে একাধিকবার ফোন করা হলেও তার কোন উত্তর না পেয়ে মালিককে জানায় ছাত্রীর পরিবার। মেস কর্তৃপক্ষ অন্যান্য আবাসিকদের কাছ থেকে ওই ছাত্রীর খোঁজ করেন। পরে তাঁরা জানতে পারেন ঘরের মধ্যেই রয়েছে ওই তরুণী। তবে, ঘরের ভিতর থেকে লাগানো রয়েছে দরজা। মেস কর্তৃপক্ষ একাধিকবার দরজা ঢাক্কা দেন। শেষমেষ কোনও উত্তর না পাওয়ায়, দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী।পরবর্তীতে এই খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তবে কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে,তদন্ত চালাচ্ছে পুলিশ।