বৃহস্পতিবার বিকেল ঝড়ের দাপটে একাধিক গাছ পড়ে মেদিনীপুর শহরের কলেজ রোডে ভেঙে গেলো মনীষীদের মূর্তি!
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিকেল গড়াতেই ঠিক ৪:৩০ দিকে তুমুল ঝড় ও বৃষ্টি। আচমকাই বিদ্যুতের ঝলকানি, আর প্রবল বাজ পড়ার শব্দে কান ঝালাপালা হয়ে যায়। ঝড়ের দাপটে মেদিনীপুরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। এর ফলে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। মেদিনীপুর শহরের কলেজ রোডে মনীষীদের মূর্তির সামনে একাধিক গাছ ভেঙে পড়ে। এর পাশাপাশি হাসপাতাল রোড-সহ শহরের একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়। বৃষ্টি থামার পরেই উদ্ধার কাজে নামেন মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ ও মেদিনীপুর পুরসভার কর্মীরা।