উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব!

নিজস্ব সংবাদদাতা : বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেই রীতি মেনে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এদিন বিকেলে পাঁচটার মধ্যে ভক্তদের দের বিপুল হর্ষোল্লাসের মধ্য দিয়ে যথাক্রমে নন্দীঘোষ,তালধ্বজ ও দেবদলন রথে আরোহণ করেন যথাক্রমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।

রথযাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুরের এস পি ধৃতিমান সরকার, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, পুরপ্রধান সৌমেন খান,উদ্যোগ পতি মদনমোহন মাইতি, রামকৃষ্ণ মিশন,ভারত সেবাশ্রম সঙ্ঘ, গৌড়ীয় মঠের মহারাজ গণ,সারদামঠের মাতাজীরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।

রথযাত্রা শুরুর আগে ঝাড়ু দিয়ে ঝাঁট দেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। জগন্নাথ মন্দির চক থেকে রথযাত্রার শোভাযাত্রা শুরু হয়ে স্কুলবাজার, ভীমচক, নিমতলা, বটতলা, কেরানীতলা, ক্ষুদিরাম মোড়, পঞ্চুর চক, গোলকুঁয়াচক,ছোট বাজার হয়ে নতুন বাজার মাসী বাড়িতে পৌঁছায় মধ্য রাতে। ক্ষুদিরাম মোড়ে সন্ধ্যারতি হয়।

একইসঙ্গে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচক এলাকায় রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন সাংসদ। পাশাপাশি মেদিনীপুর শহরের ইস্কন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, আশ্রমের তরফেও রথ যাত্রার আয়োজন করা হয়। জানা গিয়েছে, গড়বেতা-১ ব্লকের কৃষ্ণনগর এলাকার রাধা-কৃষ্ণের মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সুবিশাল রথযাত্রার আয়োজন করা হয়। সেই রথযাত্রায় এবছর মানুষের সমাগম ছিল নজরকাড়া।

এছাড়া শালবনী, কেশপুরের বিভিন্ন এলাকায় কচিকাঁচারা ছোট ছোট রথযাত্রায় শামিল হয়। খড়্গপুর মহকুমায় খড়্গপুর শহর ছাড়াও বেলদা, দাঁতন, কেশিয়াড়ি, মোহনপুর সহ বিস্তীর্ণ এলাকায় জমে উঠল রথযাত্রা।সংকীর্নত দল, নানা ধরনের ব্যান্ড, বিভিন্ন ধরনের পৌরাণিক দেবদেবীর মূর্তি,মুখোশ, জগন্নাথের নানা ধরনের মূর্তি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ভীড় জমিয়েছিলেন শহরের ও শহরের বাইরে থেকে আসা বহু মানুষ।

পাশাপাশি এদিন সন্ধ্যায় মেদিনীপুর ইসকন মন্দিরের উদ্যোগে মেদিনীপুর গান্ধী ঘাট থেকে রথযাত্রা শুরু হয়ে নগর পরিক্রমা করে রাতে বিদ্যাসাগর হল ময়দানের অস্থায়ী মাসী বাড়িতে পৌঁছায় ।এই উপলক্ষ্যে নতুন বাজার মাসী বাড়ি প্রাঙ্গণে এবং বিদ্যাসাগর হল ময়দানের মেলা বসেছে। পাশাপাশি শুক্রবারের জন্য মেলা বসেছিল জগন্নাথ মন্দির প্রাঙ্গণে।