বিবেকানন্দ যুব মহামন্ডলের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল। রবিবার অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের মহামন্ডলের মেদিনীপুর শাখা উদ্যোগে তাঁতিগেড়িয়ায় নেপালি পাড়ায় অবস্থিত বিবেক ভবনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । ৫ জন মহিলা সহ মোট ৫৮ জন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতেস্বামী বিবেকানন্দের লেখা 'ভারত কল্যাণ' বইটি উপহার হিসেবে প্রত্যেক রক্তদাতাকে তুলে দেওয়া হয় ,সেই সাথে তুলে দেওয়া হয় রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজীর" প্রতিকৃতি। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মহামন্ডলের সম্পাদক সত্যেন্দ্রনাথ সাউ, সভাপতি মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমন্ত সাহা, সহস-ম্পাদক মনি শংকর সেনাপতি ও সহ-সভাপতি অরূপ রতন দাস, চুয়াডাঙ্গা হাই স্কুলের শিক্ষক দিব্যেন্দু সাহা, রামকৃষ্ণ মিশন হাই স্কুলের শিক্ষক মিন্টু মন্ডল প্রতিরক্ষা দপ্তরের সদস্য মিলন নায়ক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানের সূচনায় ছিল স্বামীজীর "স্বদেশ মন্ত্র" এবং "ভাগবৎ শ্লোক" পাঠ । রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।