মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই এস.আই.আর. শুনানি কেন্দ্রে হাজিরা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : লজিক্যাল ডিসক্রিপেন্সির বলতে বলতে যুক্তির অসঙ্গতি বা ত্রুটিকে বোঝানো হয়, যা সাধারণত ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা, ঠিকানা সংক্রান্ত গরমিল, বা যুক্তির ভুল প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে এস আই আর শুনানিতে হাজিরা দিলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই।মঙ্গলবার মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত এস আই আর শুনানি কেন্দ্রে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাপ্ত নোটিশ অনুযায়ী, বাবার নাম সংক্রান্ত তথ্যে অসঙ্গতির কারণে তাঁকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়। নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে হাজির হন মেদিনীপুর পৌরসভার এই তৃণমূল জনপ্রতিনিধি।
শুনানি শেষে এস আই আর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন রাহুল বিশুই। তাঁর বক্তব্য, একজন জনপ্রতিনিধি হিসেবে সমস্ত নথি ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এই ধরনের নোটিশ পাঠানো হল, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। পাশাপাশি এস আই আর শুনানির পদ্ধতি, নোটিশ পাঠানোর ধরন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এস আই আর প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও যুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।