মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির। সমিতির সদস্য, শুভানুধ্যায়ী ও শহরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল জমজমাট। জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।এই বিশেষ দিনে সমিতির পক্ষ থেকে শহরের মাইক ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সম্মেলনে আলোচনার মাধ্যমে উঠে আসে মাইক ব্যবসার বিভিন্ন দিক ও বর্তমান সমস্যাবলী। আগামী দিনে ব্যবসাকে আরও সুসংগঠিত ও উন্নত করার পথনির্দেশও আলোচনায় তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, যেখানে সমিতির বহু সদস্য ও অতিথি স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
সমিতির নেতৃত্ব জানান, এই বার্ষিক সম্মেলন কেবলমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। শহরে মাইক ব্যবসায়ীদের এই উদ্যোগ সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আসিষ দাস, সম্পাদক রাজু জানা, সহ-সম্পাদক বরুন দাস, জেলা ডেকোরেটর সদস্য মোহাম্মদ তারেক, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক চন্দন রায়, সমাজসেবী অসীম বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন চট্টোপাধ্যায়।