হাওড়া- মেদিনীপুর লোকাল ট্রেন থেকে উদ্ধার এক শিশু!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার ৫ সেপ্টেম্বর, হাওড়া- মেদিনীপুর লোকাল ট্রেন থেকে উদ্ধার এক শিশু। দু বছরের সেই শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল মেদিনীপুর স্টেশনের RPF আধিকারিকরা। মেদিনীপুর স্টেশনের RPF আধিকারিক অমল পলমল জানান, শুক্রবার সকাল নাগাদ খবর পাওয়া যায় হাওড়া - মেদিনীপুর গামী একটি লোকাল ট্রেনে একটি ২ বছরের শিশু আসছে অভিভাবকহীন অবস্থায়।
এরপরই সকাল সাড়ে আটটা নাগাদ সেই ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢুকলে ট্রেনে তল্লাশী চালিয়ে সেই ২ বছরের শিশুটিকে উদ্ধার করে RPF আধিকারিকরা। শিশুটি তার নাম পরিচয়, ঠিকানা কিছুই না বলতে পারায় শিশুটিকে চাইল্ড লাইনের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন RPF আধিকারিক।